স্বাধীনতার স্বাদ।। এম.এম.এইচ.মুকুল

স্বাধীনতা এখন শব্দহীন অধীনতা
হাতের তালুতে নাচে দমের ঘুড়ি
জীবন বয়ে চলে ছায়াহীন রৌদ্র-জলে
রঙ-তুলির ঝড় খেলে বুভুক্ষের থালায়।

শিরোনাম কিংবা পরিনাম
আমরা এখন তুচ্ছ সর্বনাম
মেদ জমেছে স্বাধীনতার গায়ে,
এখনওতো মীরজাফরেরা
রক্ত নদীর ধারায় জলকেলি খেলে।
তাকিয়ে থাকি, দেখিনা
দৃষ্টির আড়ে কাড়ে স্বপ্ন-সাধ
শব্দের জানালায় ঝুলে কণ্ঠ ফাঁদ,
এমনি করে বাঁচি
কিংবা বেঁচে বেঁচে মরি
ক্ষয়িষ্ণু জীবন চাটে স্বাধীনতার স্বাদ।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়