কবিতা /এবিএম সোহেল রশিদ

আজকাল তৈলমর্দনের দাম খুব বেশি
তাই স্বার্থান্বেষী সবাই, তেলবাজিতে অভ্যস্ত!
কবিতায় এখন নেই আর শুদ্ধাচারী চাবুক
উৎসুক কবি সহজেই সত্যোচ্চারণে পরাস্ত!
.
কথা ছিল কবিতা দেখাবে আলোর পথ,
শব্দ বারুদের স্ফুলিঙ্গে নেবে নতুন শপথ,
তুলে ধরবে রাষ্ট্রযন্ত্রের অমানবিক চেহারা!
দেশপ্রেমিক হয়ে গণতন্ত্রকে দেবে পাহারা।
.
অনুগত কলম মিউ মিউ করছে সারাক্ষণ
কবিতার নামে পাঠক করছে উচ্ছিষ্টভক্ষণ
দলবাজিতে সবাই একীভূত! দেশপ্রেম ওষ্ঠাগত!
দ্রোহের শব্দগুলো কবিতা থেকে কৌশলে বিতাড়িত।
.
আধুনিক কবি কেতাদুরস্ত, সবকিছুতে ইতস্তত
সুগন্ধির সুবাসে নয়, দ্রাক্ষারস পানে দালালে পরিবর্তিত
খোলা মনে সে আর নীল আকাশ দেখে না
চোখে চোখ রেখে নীতির আগুন জ্বালে না।
.
কবিদেরও দল আছে, আছে রংবেরঙের অলংকার
তোষামোদির স্তবকে ছিনিয়ে নিচ্ছে কোষাগার
কেড়ে নিচ্ছে পদক, জলাঞ্জলি দিচ্ছে অধিকার
এসব লেখকের পাঠক নেই, তাদের পিছু নিয়েছে হাহাকার।
.
অথচ দায়িত্ব ছিল ধর্ষকের বিরুদ্ধে কলম ধরার
হত্যা গুমের বিরুদ্ধে বজ্রকঠিন হুংকার দেয়ার
গণতন্ত্রের জন্য একটি সাহসী কবিতা লেখার।
দেশ ও দেশের মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেয়ার।
.
কিন্তু কোথাও কেউ নেই, পা বাড়াবে যেই
দেখবে ছুটে আসছে চাটুকারের দল, নাচছে ধেইধেই!
ওরা মন্ত্র শিখেছে, নিরেপক্ষ বলে কিছু নেই
ধর্ম বলে কিছু নেই, রাজনীতি বলে কিছু নেই।
ওদের কবিতায় রাজা উজির আছে, মানুষ নেই
ওদের চিত্রকল্পে সিংহাসন আছে, দেশ নেই!
.
কবিতায় কোনো সূর্যোদয় নেই, চারিদিকে রাত্র!
এখনকার কবিতা, কবিতা নয়! বিজ্ঞাপন মাত্র!

কবি আঞ্জুমান আরা খান

সকল পোস্ট : আঞ্জুমান আরা খান

মন্তব্য করুন