আড়ষ্ট দুই ঠোঁটে কিছুই বলতে পারিনি বলে
তুমি না বুঝার ভান করে চলে গেলে!
আমার দুই চোখ পাথরের ঝরনা হয়ে
তোমার পথ আকীর্ণ করেছিল জেনেও
ফিরে তাকাওনি কোনো ছলে!
কী অদ্ভুত নীরবতার মধ্যে বসবাস আমার!
বাতাসে তোমার পায়ের শব্দ শুনি-
অন্তরীক্ষে ছড়িয়ে দিই দীর্ঘশ্বাস,
নীলাম্বরে তোমার আঁচল ওড়াতে-ওড়াতে
দূরে ঠেলে রাখি কষ্টের পাহাড়!
ডুবতে-ডুবতে ভেসে ওঠে যে তৃণ, তারও
বাঁচার খুব ইচ্ছে জাগে;
প্রতারণার কাঁটায় ছিন্ন হৃদয়ও জেগে ওঠে
মিথ্যে-মরীচিকা অনুরাগে!
আমার এ শহর জুড়ে নিস্তদ্ধতার অন্ধকার
হৃদয় আমার মরুভূমি,
কেউ নেই কোথাও আর, দুই চোখে চেয়ে দেখি
জল-স্থল-অন্তরীক্ষে শুধুই তুমি!
১৮ই মে/২০২৩