বইমেলায় প্রকাশের জন্য পান্ডুলিপি আহ্বান

বছরব্যাপী বই প্রকাশের জন্য পান্ডুলিপি আহ্বান

জলছবি প্রকশন সারা বছর বই প্রকাশ করে থাকে। শিশুতোষ গল্প, ছড়া, কিশোর উপন্যাস, উপন্যাস, ভ্রমণ কাহিনী, ছোটগল্প ও কবিতার বইসহ যে কোন ধরনের বই প্রকাশ করে আসছে জলছবি প্রকাশন। যারা বই প্রকাশ করতে আগ্রহী তাদেরকে ইমেইলে পান্ডুলিপি জমা দেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

গত ৫ বছর ধরে পান্ডুলিপির যথাযথ সম্পাদনাসহ নির্ভুল বানানের প্রতি সতর্ক দৃষ্টি রেখে দৃষ্টিনন্দন বই প্রকাশ করে আসছে জলছবি প্রকাশন।  রকমারী ডটকমের মাধ্যমে দেশব্যাপী বাজারজাতকরণের অংশীদার জলছবি প্রকাশন।

জলছবি প্রকাশন থেকে বই প্রকাশ করবেন কেনো?

আপনারা হয়তো জানেন, সাহিত্য ম্যাগাজিন ‘জলছবি বাতায়ন’ সাহিত্যচর্চার পাশাপাশি গ্রন্থ প্রকাশের পদক্ষেপ নিয়েছে। জলছবি বাতায়নের নিজস্ব প্রকাশনা প্রতিষ্ঠানের নাম ‘জলছবি প্রকাশন’। ইতোমধ্যে এই প্রতিষ্ঠান থেকে ৪০টির অধিক বিভিন্ন ধরনের গ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রশ্ন হচ্ছে, এতো এতো প্রকাশনা প্রতিষ্ঠান থাকতে নিজের পকেটের পয়সায় জলছবি প্রকাশনকে কেন বেছে নেবেন বই প্রকাশের জন্য!
এর উত্তর হচ্ছে :

জলছবি প্রকাশন লেখকদের টাকায় প্রকাশিত বইয়ের বিক্রির টাকা ও অন্যান্য ক্ষেত্রে লেখকদের রয়্যালটি দিয়ে থাকে।

জলছবি প্রকাশন প্রতিটি পাণ্ডুলিপি সম্পাদনা করে নির্ভুল বানানে অদ্বিতীয় একটি প্রতিষ্ঠান।

জলছবি প্রকাশন প্রথম শ্রেণির গুণগতমান সম্পন্ন বই প্রকাশ করে।

জলছবি প্রকাশন থেকে প্রকাশিত বইগুলো দেশের বৃহত্তম অনলাইন বিক্রয় কেন্দ্র রকমারী ডট কম থেকে সংগ্রহ করা যায়।

জলছবি প্রকাশন ২০১১ সালে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠার শুরু থেকেই নতুন ধারার বা মাত্রার বই প্রকাশ করে আসছে জলছবি প্রকাশন। জন্মলগ্ন থেকে এই প্রতিষ্ঠানটি নতুন লেখকদের বই প্রকাশে অগ্রাধিকার দিয়ে আসছে।

 

মোবাইল: ০১৮১৭১২৭৮০৭

Email : jalchhabi2015@gmail.com

জলছবি প্রকাশন যে ধরনের বই প্রকাশ করে :

  • গল্প
  • উপন্যাস
  • কবিতা
  • ভৌতিক কাহিনী
  • রম্য কাহিনী
  • গোয়েন্দা কাহিনী
  • এ্যাডভেঞ্চার
  • নন ফিকশন
  • সায়েন্স ফিকশন
  • কিশোর সাহিত্য
  • কিশোর উপন্যাস
  • শিকার কাহিনী
  • পিচাশ কাহিনী
  • অনুবাদ

প্রকাশনীর সেবাসমূহ

  • জলছবি বাতায়ন নামে এই প্রকাশনার একটি সাহিত্য ম্যাগাজিন রয়েছে। ম্যাগাজিনটির অনলাইন ভার্সনও www.jalchhabibatayan.com রয়েছে। জলছবি বাতায়ন নিয়মিত প্রকাশিত হওয়া ছাড়াও অনলাইন ভার্সনটি নিয়মিত আপডেট করা হয়। অনলাইনে প্রতিষ্ঠিত ও নতুন লেখকরা লিখে থাকেন।
  • নবীন লেখকের বই প্রকাশের ক্ষেত্রে ভালো মানের লেখা এবং ভালো চিন্তা করা মিলিয়ে নতুন কিছু বিবেচনা করা হয়।
  • পান্ডুলিপি জমা নেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোন নিয়ম নেই।
  • পান্ডুলিপি ফেরত দেওয়া হয় না।
  • পান্ডুলিপি ছাপানোর জন্য নির্বাচিত হলে নবীন লেখককেই ছাপানোর খরচ বহন করতে হয়।
  • গ্রাহকের চাহিদা অনুসারে ডাকযোগে বই বিক্রি করা হয়।
  • জলছবি বাতায়নের দু’টি পরিবেশনা প্রকাশনী রয়েছে। একুশে মেলায় পরিবেশনা সংস্থা দুটি জলছবির বই বিক্রি করে থাকে।
  • এ ছাড়া জলছবি প্রকাশনের সব বই রকমারী ডটকমে পাওয়া যায়।

যোগাযোগের ঠিকানা :

নাসির আহমেদ কাবুল

প্রকাশক

মোবাইল: ০১৮১৭১২৭৮০৭

মন্তব্য করুন