শিমুল কথা হয়েছে শেষ
ধূসর রঙে সেজেছে বেশ
বৃষ্টি-ফোঁটা জমছে হাতে
উদাসী মন সন্ধ্যা-রাতে
জল-ফড়িঙের উড়ে চলা
বাঁশির সুরে মন উতলা
স্বপ্ন ঘুড়ি কেবল ওড়ে
কি করে যে থাকি ঘরে
ইচ্ছেগুলো ধরে রাখি
কাজলেতে ওড়ে পাখি
বৃক্ষ ছায়ায় উদাম হয়ে
স্বপ্ন কিছু পড়ছে ক্ষয়ে
সোনালী এক রোদের নদী
মায়া বুনছে দেখতে যদি
ছুটে যাবো সেই মোহনায়
পাবে আমায় জল কণায়।