আর কতোকাল কাঁদবে এমন
সুখের কাছে পাতবে হাত?
আর কতোকাল মুছবে আঁখি
আলোর আশায় জাগবে রাত?
আর কতোকাল সইবে জ্বালা
সইবে তোমার অপমান ?
আর কতোকাল বিলিয়ে দেবে
প্রভুর হাতে তোমার প্রাণ?
আর কতোকাল ঘুমের রবে
সূর্য্য এখন মাথার পর?
এমনি ভাবে কাটলে জীবন
সামনে ভীষণ অন্ধকার।
জেগে ওঠার সময় হলো
আলোয় ভরা তোমার দিন,
ছিন্ন করো প্রভুর বাঁধন
মিটিয়ে দিতে সবার ঋণ।
ভৃত্য হয়ে জীবন যাবে
ভাবছো তোমার ভাগ্য তাই?
ভাগ্য তোমার নিজের হাতে
হাতটা যদি সচল হয়।
প্রভু সে জন তোমার মতো
দুটি হাতে করছে কাজ,
কেমনে তুমি ভৃত্য হলে?
কেমনে সে জন মহারাজ?
তাহার মতো মানুষ তুমি
বুঝবে যেদিন মর্ম তার,
সেদিন তুমি নিজেই রাজা
সেদিন আলোয় ভরবে ঘর।