নিশি প্রভাতের কালে দূর আজানের মধুর ধ্বনি
আমার মনেতে কী প্রেম ভক্তি-রস দেয় আনি?
স্রষ্টার প্রেমেতে মন জাগ্রত হয়
উদাসী এই মন ঘরেতে না রয়;
প্রভুর ধ্যানেতে পিয়াসী মনেতে, মোর প্রভু নাম ওঠে রনি!
হে মোর প্রভু,ওগো দয়াময়!
এই অধীনেরে যদি কৃপা হয়-
আমায় তবে থাকিতে ভবে, দাও তব কুদরতি চরণ দুখানি ।
তোমারি কৃপায়, বেঁচে আছি ভবে
জানি একদিন, যাবার সময় হবে-
সেদিন ও প্রভাতে যাবার আগেতে , যেন কানে বাজে এই সুমধুর ধ্বনি।