অকারণ।। সুপ্রিয়া বিশ্বাস

আমি মনে মনে ভেবে নিলাম আর নয় তোমাকে ডাকাডাকি অকারণ!!
আর নয় তোমার দামী সময়ের অপহরণ!
আর নয় তোমাকে মিছামিছি হৃদয়ে ধারণ!
উইপোকায় যেমন কেটে দেয় বইয়ের বর্ণমালা
তেমনি আর নয় হৃদয়ে রক্তক্ষরণ!!
কচু পাতায় টলমল ‍ শিশির যেমন
একটু ছোঁয়ায় ঝরে পড়ে মাটির বুকে
তুমি আর আমি দাঁড়িয়ে আছি তেমনি
শিশির সম।

কোজাগরী পূর্ণিমার চাঁদ আকাশে
ঝলমল চাঁদের আলো চারিপাশে
তুমি নেই তাই পূর্ণিমা রাতও আমার কাছে অমাবস্যা মনে হয়।
বহুবার ভাবি আর নয়,
তোমাকে ছেড়ে পাড়ি দিব আমি আটলান্টায়! বরফের ঘর ইগলুতে কাটাব একাকী তুমি বিহীন!
তবুও তোমার উদাসীনতা কাম্য নয়।
কখনো মনে হয় পাড়ি দিই আফ্রিকার গহীন অরণ্যে !
যেথায় সূর্যের আলোও পৌছুতে পারেনি সেথায়!!
গহীন অরণ্যে একাকী নীরবে কাঁদবে তোমার জন্য
অন্তর মম।
তবুও আর নয় ডাকাডাকি অকারণ!!

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়