প্রায়—
প্রায়ই বছর দশেক পরে
তার সাথে দেখা হলো সমুদ্রতীরে
সেই মুখ
সেই চুল
সেই হাঁটাচলা
সে আগের মতোই
রয়ে গেল
হাসিয়ে কথা বলা
রয়ে গেল অবিকলে
আমি কেন বদলে যাই– বুঝাই কী করে!
হায়—
নাই—আমি ত নাই আমার মধ্যে
সেকথা ভেঙে বলার শক্তি নেই আমাতে
কিছু কথা
কিছু ব্যথা
বলা যায় সহজেই
কিছু গোপনীয়তা
গোপনে রাখাই
ভালো বলে অনেকেই
সত্যিকারের ভালবাসলে
ভুলাতে পারে সে নিজেরে—হাঁ নিজেরে।