বিদায়ী সূর্যের মায়াবী চাহনি
আকাশে যখন ছড়িয়ে দিলো রং
তোমার দু-হাতের তালুতে আমার ভবিষ্যৎ ছুঁয়ে গেল
মেঘছোঁয়া বাতাস বয়ে নিয়ে এলো শপথের ঘ্রাণ
মৌনতার বাঁধ ভেঙে গেল সহসাই।
কথা হলো অনিন্দ্য কাব্যস্বর
শব্দে শব্দে বিমোহিত হলো প্রাণ
দিগন্তের ওপারে সন্ধি হলো বৈপরীত্যের।
এই একটি ফাগুন সন্ধ্যা
উন্মোচন করল তোমার গভীর চোখের রহস্য
মুহূর্তের স্বপ্ন সাজিয়ে দিলো আমার আগামীর পথ।