বঙ্গবন্ধু, তোমার অসমাপ্ত আত্মজীবনী পড়ছিলাম
কি তেজদীপ্ত সৌম্য, বীর্যবান অথচ মায়াময় আলোর ঝিলিক।
আজ তোমার জন্মদিন, জন্মদিনের উপহার
আমার বাংলা, আসমুদ্র হিমাচল তোমাময়।
তোমার অসমাপ্ত আত্মজীবনী
তোমার প্রেম তোমার ভালোবাসা
তোমার আত্মত্যাগ চিরসবুজ বাংলাদেশের জন্য
তুমিই বাংলাদেশ, তোমাকে অভিবাদন।
অসংখ্য কম্পিত হৃদয়, অসংখ্য নীপিড়িত হৃদয়
প্রতিধ্বনি শোনে প্রত্যহ, তুমি আসবে, তুমি আসবে
আমাদের আত্মার আত্মীয় সম্মানের আদরের।
আমাদের কুঞ্জদাস ভোট বাক্সে তোমাকে চেনে
নৌকা মানে তুমি, তুমি মানে নৌকা
আজন্ম যে জেনে ছিলো ভোট তো দেওয়া হয়েছে
আর কিসের ভোট! একাত্তর মানে নৌকা
একাত্তর মানে বাংলাদেশ, শেখ মুজিবুর।
বানান মানে শব্দ কিছুই জানে না সে
প্রত্যহ একটি ধ্বনি বাজে তার কানে
জাতির জনক। আহা;কতো আবেগ কতো শ্রদ্ধা
বানানে কী আসে যায় যখন তোমার হৃদয় বাংলাদেশ
যখন তুমি একটি উড্ডীন পতাকা।