পনেরই আগস্ট—
ঘাতকের বুলেটে যদিওবা তোমার
নিয়ে গেল প্রাণ
নিতে পারেনি তোমাকে
তুমি রয়ে গেলে বাংলার বুকে
থাকবে যুগযুগ ধরে—চিরকাল—
বাংলার জান—বাংলার প্রাণ
বাঙালির আপনজন হয়ে
বাংলার বন্ধু তুমি—
পূর্বের আকাশে উদয় হয়েছিলে ধ্রুবতারা একটি
তখন কে জানত তুমি হবে বাঙালির হৃৎকমল—বাংলার নক্ষত্র
তোমার অগ্নিঝঙ্কারে সাত কোটি জনতা
একত্রিত হবে ক্রান্তির ময়দানে
তখন তোমাকে চিরচেনা আর জানা হবে বিশ্বে
জ্বালাময়ী তোমার নাম—
মজিবুর রহমান
মহান মুক্তির মহানায়ক—
বাংলা ও বাঙালির পথপ্রদর্শক
তোমার শানিতকণ্ঠে অভিভূত হয়ে বাংলা
ছেলে-বুড়ো-যুবকের শিরা-উপশিরায় লেগে যায় আগুন—
ছড়িয়ে পড়ে দাবানল
তুমি হয়ে গেলে বাঙালির হৃদয়েশ্বর
আকৃষ্ট তোমার বজ্রস্বর—
তোমার আহ্বানে প্রতিটি ঘরেঘরে
প্রতিটি মহল্লায়
প্রতিটি গ্রামেগঞ্জে
প্রতিটি নগরে
প্রতিটি শহরেবন্দরে
প্রতিটি মাঠে-ঘাটে-রাস্তায় দুর্গ গড়ে উঠে
চলছিল অগ্নিক্রীড়া
তুমি মহান স্বপ্নদ্রষ্টা—
তোমার স্বপ্নের বাংলা আজ সুবর্ণভূমি—অগ্রগণ্য
তুমি চেয়েছিলে স্বদেশোন্নতি—
এঁকেছিলে স্বর্ণভূমির মানচিত্রটি
তোমার দেখানো পথে হাঁটতে হবে দেশ
তোমার চিন্তার বিকল্প নেই আরেক
তবেই দেশের উন্নয়ন—বাড়বে দেশের উন্নতি
আদর্শবান নেতা তুমি—
জাতির পিতা
তোমার আপনালির তুলনা নেই ভূতলে
তুমি কীর্তিজনক—
তোমার কর্মনীতি বাঙালিকে জোগাবে আজীবন
যুগেযুগে অনুপ্রেরণা
তোমার আদর্শ—তোমার সম্প্রীতি
জগতে অতুল্য
বঙ্গবন্ধু—
তোমার কণ্ঠস্বরে সেদিন কেঁপে উঠেছিল মাটি
বিদীর্ণ হয়েছিল আকাশ
বাতাসের বুকে লেগেছিল আগুন
তুমি অমর—অক্ষয়—চিরবিস্ময়—বিস্ময়ে
থাকবে বাংলার বুকে
তুমি প্রিয়জন বাঙালির—
তোমার মতো নেতা আর আসবে না এদেশে—
পাবে না বাংলাদেশ
তোমার শোকে শোকান্বিত আজ বাংলা
উড়িয়েছি কালো পতাকা
চিরকালে—চির অম্লানে থাকবে তুমি বাঙালির অন্তরে
তোমাকে ভুলা অসম্ভব—যাবে না কোনকালে
জয় জয় জয়—
জয় বাংলা ও বাঙালির জয়
জয় করেছিলে তুমি বাঙালির হৃদয়
অস্বীকার করতে পারে না—পারবে না জাতি তোমার অবদান
তুমি মহান
তোমাকে স্মরণ করছে—করবে—করতে হবে দেশ
বাংলাদেশ—
সমৃদ্ধশালী হোক যুগেযুগে—কালেকালে
সর্বযুগে—সর্বকালে—তোমার কণ্ঠস্বরে—
জয় হোক বাংলার—জয় হোক বাঙালির
যত দিন বইবে নদনদী আবহমান বাংলায়
তত দিন বঙ্গবন্ধু অমর তুমি বঙ্গে
২৭ শ্রাবণ, ১৪২৮—
ডি সি রোড, চট্টগ্রাম