কালো মেঘের ঘনঘটা নিয়ে
যেদিন বর্ষা এল,
রিমিঝিম ছন্দে-নৃত্যে-গানে
কেটেছিল দিনগুলো,
তপ্ত পরাণ সিক্ত হলো
নবধারা জল পেয়ে,
আচ্ছন্নতায় ডুবে ছিল মন
বর্ষার গান গেয়ে।
আষাঢ়ী শ্রাবণী বিদায় লগনে
গুঁজেছে কদম খোঁপায়
নীপবনে যত কদম ছিল আজ
শুকিয়ে গেছে হায়!
শরতের মোহন আগমনী সুরে
ফুটিল শিউলি টগর
সুবাসিত মর্তে আষাঢ়ী-শ্রাবণীর
কেটেছে বিদায় প্রহর।
তবুও কান্না থামছে না;অশ্রু,
অঝোর ধারায় ঝরছে
আমারও মন মানছে না আজি,
কেমন যেন করছে!
কান্না ভেজা কণ্ঠে বর্ষাকে
বলেছি বারেবারে
আবার এসে সিক্ত করো
কঠিন যত হৃদয়েরে।
যাওয়ার বেলায় একটি কথা
বলে গেছে শ্রাবণ,
মানবতার গানে গুছিবে মারী
বহিবে সুখের প্লাবন।