বিবর্ণ বসন্ত/মনোয়ারা বেগম


বসন্তের হিমেল হাওয়ায় ওড়ে কিছু
অভিজাত বাসন্তী রংয়ের শাড়ীর আঁচল।
পারফিউমের মাতাল করা ঘ্রাণে
প্রকৃতি ভারসাম্য হারায়।
ভালোবাসার দ্রোহে মাটি কেঁপে ওঠে।
বেড়ে যায় বৈশ্বিক উষ্ণতা।
মিলনের আকাঙ্ক্ষায় ফোটে সহস্র গোলাপ,
পতঙ্গ বিভোর পরকিয়ায়।
সম্ভাবনাময় সভ্যতার বুকে
নিত্য কালির আঁচড়ে গড়ে ওঠা
নগ্ন ইতিহাসের পাতা ভারী হয়।
আগাছার আস্ফালনে গড়ে ওঠে
বিস্তীর্ণ সভ্যতা যেথায়,
নয়নাভিরাম স্বপ্নগুলো স্বপ্নেই করে বাস।
অভুক্ত মানুষের হাহাকার নিয়ে
শুরু হয় প্রতিটি ভোর।
দখিনা বাতাস বয়ে নিয়ে আসে
বাসন্তী উন্মাদনা।
কিছু বিবেকহীন মানুষের মোহাবিষ্ট আচরণ
অবলোকন করে পাতার ফাঁকে
শিস দিয়ে প্রতিবাদ জানায় দোয়েল।
টনক নড়ে চতুষ্পদ জন্তুরও
কেবল বিবেক নড়েনা জাতির।
তাই বুঝি বাকরুদ্ধ আমার বর্ণমালা!
আর বিবর্ণ বসন্ত!

মন্তব্য করুন