আকাশ ভেঙে আঁধার নামে
ভয়ালো কালরাত,
কুঁকড়ে ওঠে বুকের তলা
কলজে মারে হাত।
যাই পেরিয়ে পাহাড়-নদী
ঝর্ণা গিরিখাত,
তাতানো এক আগুন জ্বলে
ঠিকরে আঁখিপাত।
স্বাধিকারের স্বপ্ন আঁকি
অস্ত্র তুলিকায়,
রক্ত রঙে চিত্রপটে
মাস যে নটা যায়।
ঘরকে ফিরে পাইনি মাকে,
স্বজন গেলো কই?
মরছি খুঁজে,লাল-সবুজে
মগ্ন হয়ে রই।