বৃষ্টি।। তাহমিনা সুলতানা

ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সকাল থেকে
রোদ লুকালো কালো ঐ ঘন মেঘে
দিন এগুলো কতোটা, বুঝি নাতো আজ
সবটা সময়ে দিনেরতো এই একই সাজ।

ঝিরিঝিরি পড়ছে সারাদিন বৃষ্টির জল
চিন্তার গভীরে নেমেছি আমি কেবল
স্বপ্নের ঘুড়ি উড়িয়েছি মন আকাশে
সাজুক দিন যেমন খুশি ভালোবেসে।

নদীর বুকে এঁকে দিচ্ছি জলের বৃত্ত
রিমঝিমিয়ে চলছে চলুক তুমুল নৃত্য
চায়ের কাপে দিলাম আমি আরাম চুমুক
গল্প জমেছে মেঘে মেঘে , আরেকটু জমুক!

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়