জন্মগত অধিকার।। জাহিদুল যাদু

আমি কিছুরই দাবী নিয়ে আসিনি
আমি কোন কিছুরই দাবিদার নই!
এ সবই আমার জন্মগত অধিকার।

জন্মমাত্র এই ভূখণ্ডে জন্মেছে অধিকার
যা সহজাত তা নিয়ে কেনো আহাজারি!
প্লেকার্ড ফেস্টুনে সুসজ্জিত অনশন কেনো!
এই পতাকা আমার,
এই স্বাধীন সার্বভৌম ভূখণ্ড আমার,
এই দেশে বুক চিতিয়ে বাঁচার
একমাত্র অধিকার আমার।
হ্যাঁ ঠিকই শুনেছেন, ঠিকই শুনছেন
কেবলমাত্র এই অধিকার আমার,আমার।
আমি মানে প্রতিটি স্বাধীন নাগরিক
আমি মানেই মাথা উঁচু সব বাঙালি।
অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা
আমার জন্মগত অধিকার।
আমার এই মৌলিক অধিকার
আমাকে দিতেই হবে
সসম্মানে এই পাওনা পাই পাই করে
বুঝিয়ে দিন(হে) মহামান্য রাষ্ট্রযন্ত্র।

হ্যাঁ,আমি স্বীকার করছি
আমি অনুধাবন করতে পারছি
আমি গরিব মায়ের গরিব সন্তান।
আমার সাধ সীমিত হওয়ায় বাঞ্ছনীয়।
তাই বলে, বারংবার আমাকে
অপমান অপদস্থ করে ফেরাতে আপনি পারেন না।
আমাকে হেয় করে, তুচ্ছ করে
মিছিল মিটিংয়ে দাঁড় করিয়ে
সস্তা সংবাদের শিরোনাম বানাতে আপনি পারেন না।
আমাকে আমার কথা বলতে দিন।

এই ছায়াঘেরা সবুজ প্রকৃতির মাঝে
প্রত্যহ যে লাল টুকটুকে সূর্যটি জ্বলে
উঠতে দেখেন, সেই তো আমি!
আমি কতোবার প্রমাণিত হবো!
ক্ষুদিরাম হয়ে কতোবার ফাঁসির কাষ্ঠে ঝুলবো!
কতোবার নিজের অধিকার আদায়ের
নির্লজ্জ দাবিদার আমাকেই হতে হবে?
আমি তো কোন দাবী নিয়ে আসিনি
পুণরায় বলছি, আমার কোন দাবী নেই।
যা আমার, যা একান্তই আমার
শুধু সেটুকুই আমাকে বুঝিয়ে দিন।

আমি নির্ভার জীবন চাই
একটিমাত্র জীবনে চোখের সামনে যে আলো
তাকে দুহাতের মুঠিতে ভরে
আলোকিত করতে চাই আমার আগামি।
ক্ষুধা দারিদ্র্যের নিষ্পেষণে
আমি প্রতিনিয়ত ফুরিয়ে যাচ্ছি
(হে) মহামান্য রাষ্ট্রযন্ত্র।
আমাকে আমার অধিকারের স্বাধিকার দিন।
আমাকে যথেষ্ট কর্ম দিন।
আমৃত্যু আমি কর্মক্ষম থাকতে চাই,
ত্রিশ বা বত্রিশের গণ্ডিতে আমাকে বাঁধবেন না।
স্বাধীনতার পঞ্চাশ পেরিয়ে আসা
আমার স্বাধীনতা আমাকে বুঝিয়ে দিন।
কালো কে কালো আর সাদা কে সাদা বলার বাকস্বাধীনতা আমার ন্যায্য অধিকার
তাকে শ্বাসরুদ্ধ করবেন না।
গরিব মায়ের গরিব সন্তান হিসেবেই
আমাকে পরিধেয় বস্ত্রসহ সঙ্কীর্ণ বাসস্থান দিন,
অল্পস্বল্প শিক্ষা দিন, অসুস্থ হলে চিকিৎসা দিন। আমাকে লাইনে দাঁড় করিয়ে
ঘুর্ণিপাকে ফেলবেন না।
আমাকে সম্মানিত নাগরিকের মর্যাদা দিন।

(হে)মহামান্য রাষ্ট্রযন্ত্র আমাকে শান্তির পায়রা হয়ে অদ্বিতীয় একটি জীবনে মুক্ত আকাশে উড়তে যথেষ্ট শক্তি দিন, সাহস দিন।
আমাকে দল মতের উর্ধ্বে রেখে
মানুষ হয়ে বাঁচতে দিন।

সূর্যোদয় থেকে সূর্যাস্ত, স্বাধীন ভূখণ্ডের প্রতিটি ইঞ্চিকণাতে আমার যে অধিকার (তাকে)
আমারই অনুকূলে প্রবাহিত করুন।
আমি কোন কিছুরই দাবিদার নই!
এ সবই আমার জন্মগত অধিকার।।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়