স্বাধীনতা ও প্রাপ্তি।। আইভি সাহা

স্বাধীনতা তুমি জীবনের জয় গান!
কৃষাণ বধুর মুখের অবাক করা হাসি,
রিক্ত চাষির মাথার ঘাম পায়ে ফেলে
স্বপ্নের গোলা ভরা ধান!
স্বাধীনতা তুমি মায়ের মুখের ঘুম পরানি গান!

স্বাধীনতার সূর্য আনতে গিয়ে যুদ্ধ করে
প্রাণ দিলো কত হাজার লক্ষ বৃদ্ধ তরুণ!
স্বাধীনতা মানে নতুন একটা সূর্যোদয়!
ঘোর অমানিশার নিকোষ কালো অন্ধকার
সরিয়ে, নিশ্চিন্ত, স্নিগ্ধ মায়াবী ভোর!

স্বাধীনতা মানে উদীয়মান আকাশে
নিজস্ব জাতীয় পতাকা!
হৃদয়ের রক্তক্ষরণ দিয়ে লেখা নাম!
সবুজ ঘাসের বুকে রক্তের লাল বৃত্তটা!

স্বৈরাচারী শাসন আর শোষণ,
পাকিস্তানি হায়নাদের আঁচড় কেড়ে নিল সব!
আমাদের লজ্জিত চোখে কম্পিত হৃদয়ে,
সব ব্যভিচার সয়ে যেতে হলো,দেখতে হলো
সম্ভ্রম হারানো মা’য়ের,
অবহেলিত অবৈধ সন্তানের নিস্পাপ মুখ!
পিতৃত্বের দায় বদ্ধতাহীন মায়ের সন্তান!
শারীরিক ক্ষুধা মেটানো জানোয়ার হায়নার
ক্ষণিকের তৃপ্তির ঢেঁকুর এর ফসল!

পাকিস্তানি হায়নাদের ছোবলে ভিটেমাটি শূণ্য
নির্বোধ জনগণ পালিয়ে ছিল প্রান ভয়ে!
নিরন্ন নিশিযাপন!
খোলা আকাশে কুয়াশা ভেজা চুল,
“ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়”
দুচোখের নোনা জলে ভেসে আকুল!

স্বাধীনতার প্রাপ্তির আত্মত্যাগ বদ্ধভূমি
নরকংকালের মাথার খুলি,
ছিন্নভিন্ন দেহ!
শকুনিরা করছে ভক্ষণ!
শেয়াল কুকুরেরা টেনে ছিড়ছে নাড়িভুঁড়ি!
দেখেছি পঁচা -গলিত লাশ আর লাশের সারি!

স্বাধীনতার স্বাদ পেতে মা-বোন দিল ইজ্জত মান!
ধূলিসাৎ, লুন্ঠিত হলো দেহ!
নির্দ্বিধায় হলো সুরক্ষিত দেহের বলিদান।

স্বাধীনতার সুখ পেতে কত কি আয়োজন!
শত ত্যাগ শেষে পেয়েছে জাতি
একটি স্বাধীন দেশ,স্বাধীন ভূখণ্ড,
একটি লাল -সবুজের পতাকা…..
আরও কত কী!

ফিরিয়ে দিয়েছে কী হারিয়ে ফেলা
মান সম্মান?
কী শাস্তি হয়েছে, যারা করেছে শুধু অপমান?
প্রশ্ন শুধুই প্রশ্ন রেখে যাই!!

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়