মীর জাফর/বশিরুজ্জামান বশির

পাকিসেনাদের রক্ত খাবার স্বাদ; এখনও পূরণ হয়নি
পূরণ হয়নি বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিজ চোখে দেখার ইচ্ছে;
স্বদেশী শয়তানেরা নির্মমভাবে বঙ্গবন্ধুকে হত্যা করলো ধানমন্ডি বত্রিশে
আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখতে চাই এই বাংলায়
দেখতে চাই বঙ্গবন্ধুর হত্যাকারী নরপশু শকুনদের এই মাটিতে…
পনেরো আগস্ট পঁচাত্তরের সকল খুনি দেশদ্রোহী শত্রুদের!
অথচ টেকনাফ থেকে তেঁতুলিয়া ; স্বাধীন মুজিব নগর, ফরিদপুরে…
কোথাও খুঁজে পাই না আমার প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে।

আমার স্বদেশে কি একজনও দেশপ্রেমিক নেই? যার চোখ খোলা
যিনি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারেন, এই তো প্রিয় নেতা বঙ্গবন্ধু
আমি বঙ্গবন্ধুকে আমার স্বদেশের কথা বলতে চাই মন খুলে
বঙ্গবন্ধু ছাড়া আমাদের উন্নয়ন-সাফল্য সম্ভব নয় হবেও না!
বঙ্গবন্ধুকে বলতে চাই আমার দেশের লাল সবুজ পতাকার কথা
বঙ্গবন্ধু; বর্তমানে স্বাধীন দেশের কোথাও কোনো ভালো মানুষ নেই!
মুখে যারা বড় বড় শান্তনার বাণী শোনায় তারা সবাই দুর্নীতিবাজ
বঙ্গবন্ধু; কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষের ঘরে নেই আজ
একমুঠো খাবারের ব্যবস্থা; আছে শুধু ক্ষুধা আর কান্নার হলি খেলা।

বঙ্গবন্ধু, আপনার স্বাধীন স্বদেশে টাকা ছাড়া কি হয়? কিছুই হয় না
ঘুষখোর সুদখোর দুর্নীতিবাজদের দখলে
আপনার স্বপ্নের গণতন্ত্র!
বঙ্গবন্ধু, আপনার স্বাধীন স্বদেশে মানুষের শিরা-উপশিরায় জমে গেছে–
অন্যায়-দুর্নীতি জুলুম-অত্যাচার আর দেশদ্রোহীর বিষাক্ত রক্ত;
বঙ্গবন্ধু, আপনি বাঙালিদের নিয়ে যে স্বপ্ন বুকের মাঝে এঁকেছিলেন…

আমি সেই সোনালি স্বদেশে আমার বাঁচার অধিকার চাই
আমার গণতন্ত্র চাই; স্বাধীনতা চাই, আমার প্রিয় নেতা বঙ্গবন্ধুকে চাই।

লেখক : কবি-সাহিত্যিক, সমালোচক