শহর নাকি মৃত্যুকূপ?
এ শহরের বাসিন্দা আমি
আমার মৃত্যু আগামী কাল।
হয়েছে আকাশচুম্বী দালান
দালানের নিচে মরণফাঁদ
পথচারী বেনামি—মরলে কি।
নগরপিতার আসন দশতলায়
নিচের মানুষ পোকামাকড়
ধনীরা হাঁটে না কেউ ফুটপাতে।
নামি মানুষের মৃত্যু নেই
গরিব মরুক গে অপঘাতে
এ মরণের শোক কি আর।