তুমি আমার রাতের আকাশ
আমি থাকি চাঁদে
জ্যোৎস্না এসে ডেকে নিয়ে
একলা বসে কাঁদে
তুমি যদি দিনের আলো
আমি তবে পাখি
নিজের ভাষায় সুর বানিয়ে
একলা তোমায় ডাকি
তুমি যেন নিঝুম প্রহর
স্বপ্ন বসা আঁখি
“ভালো লাগে” এই কথাটি
রয়ে গেলো বাকি
তুমি আমার বাবুই বাসা
আমি তোমার রাধে
জোনাক পোকার আলোর ফোঁটায়
আঁটকে থাকি ফাঁদে!