তোমার ছোঁয়ায়।। সুপ্রিয়া বিশ্বাস

আমি একাকী অন্ধকারে খুঁজে-খুঁজে মরি মিছেই আলোর পথ
যে পথের বাঁকে-বাঁকে অচেনা সুর বাজে
চেনা নেই বন্ধু সুজন
সে পথ পাহাড়ী দূর্গম!!
হারিয়েছে সে কোথায় ?
জানা নেই পথের দিশা।
পথ পথিককে দেয় পথের ঠিকানা
পথিকও পথকে চিনে নেয়।
তুমি চিনে নাও আমায় অথবা আমিই চিনে নেব তোমায়।
তুমি তো খুব বেশি দুরে নও
দু’চোখের পাতার মাঝেও দুরত্ব আছে
তবুও
পাতা দুটো প্রতি পলকে পলকে ছুঁয়ে ছুঁয়ে যায় ।
আমি তো চাই-
দু’চোখের পাতার মত তুমিও পলকে পলকে ছুঁয়ে যাও আমায়।
যদি কখনো দু’চোখের দু’পাতা এক হয়ে যায়
তবে ঘুমিয়ে যাব শান্ত হয়ে বিছানায়,
তোমার ছোঁয়ায় আমি শান্ত হয়ে ঘুমিয়ে যেতে চাই।
তুমি দুরে কেন?
তোমার এ দুরত্ব আমার কাছে কুমেরুর মত মনে হয়।
তুমি রোদ্দুর হয়ে আমার উঠোনে এসো
প্রতিদিন সকাল বেলায়।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়