শরৎ বনে কাশের ফুলে এলোমেলো ফুলের তালে মন হতে চায় পাখি
কিন্তু মনে ঝড় বয়ে যায় উথাল পাথাল স্রোতের খেলায় যায় ভিজে যায় আঁখি!
কোথায় শরৎ কোথায় পরত রাশি রাশি ফুটছে কাশের ফুল?
সবই যেন ধু ধু মাঠ এক, উড়ছে বালু আলু থালু শুধুই চোখের ভুল!
ডাকছে সবাই ম্যাচেঞ্জারে, ইনবক্সে বারে বারে, দিচ্ছে আবার ফোন
কিন্তু মনের খুনসুটিতে মেঘ রোদ ঝুমবৃষ্টিতে ভিজছে মনের কোন!
তাই দেখি না কাশ, কুশ ফুল মনের বনে উলুঝুল কেন এমন হয়?
শিউলি ফুলের সুর ভাসে না, কুয়াশা মাখা ভোর আসে না, মন হলো কি লয়?
জানো কেহ? কোন সে গেহ, কোথায় হারায় মুহূর্তে হায় পাইনা মনের তল!
তাই দেখি না কাশের বনে নদীর সনে ছলাৎছলাৎ নৌকা তলে নতুন বউয়ের ছল।