তখন পাক আমল,
মনের ইচ্ছাই আপন সখে
শার্টের লম্বা হাতের কাপড়
রাখতে পারতাম না
দেখলেই খুব ভীতকর অবস্থায়
কেটে দিতো- তেমনি মাথার চুল
এমন কি প্যান্টের ঢোলা!
এর মানে কি স্বাধীনতা-
না স্বাধীনতার খর্ব করা?
বাঙালিদের মনে অস্থির
উৎকণ্ঠা যেনো মুক্তির;
হিংসাক্ত পাক শাসনকর্তরা
ভেবেছিল আমরা নাকি মুরগী, ছাগলের দল;
সারা দেশে দামামা ঢোল বেজে উঠল-
তারপর একদিন বজ্রকণ্ঠে ঘোষিত হলো স্বাধীনতা!
আজও বাংলার আকাশে কম্পিত করে- আর এখানে
সেখানে শোনায় স্বাধীনতার জয় বাংলার শ্লোগান- বেঁচে থাকে স্বাধীনতার সুফল কামী
আমরা তারই জনতা।