সাতই মার্চে বঙ্গবন্ধু ভাষণ দিলো রমনাতে
ঘর ছেড়ে সব বেরিয়ে এলো স্বাধীনতার ভাবনাতে
‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’
বজ্রকণ্ঠের নিনাদ শুনে
তর্জনীর সেই রক্ত খুনে
বেরিয়ে এলো বীর জনতা রেসকোর্সের ঐ ময়দানে
মাতলো রমনা করোতালি আর জয়বাংলা শ্লোগানে।
হ্যামিলনের বাঁশির সুরের মায়াবী সেই মূর্ছনায়
জানিয়ে দিলো পাকসেনাদের, বাঙালিরা তুচ্ছ নয়।
গুটাও তোমার তল্পিতল্পা
এবার ছাড়ো সোনার বাংলা
ঐ জেগেছে বীর জনতা তোমাদের আর রক্ষা নাই
সাতই মার্চের সেই ভাষণে স্বাধীন হলো বাংলাটাই।