আবারও কি কথা হবে?
সে যে বললে কথা আছে
শিশিরের শব্দে পাখিদের কলতানে
বুনতে কি পেরেছ সেই অনিন্দ্য সুন্দর কথামালা।
আবারও কি পড়বে মনে ?
সে যে বললে মনে রেখো
সে যে শেষ চিঠি, জমিয়ে রাখা গোলাপ পাপড়ি,
প্রথম ছোঁয়া,অব্যক্ত কত কথা নিয়ে মুখোমুখি বসে থাকা,
বেঁধে রেখেছ কি স্মৃতির ফ্রেমে
উজাড় করে দেয়া সর্বশেষ ভালোবাসা।
আবারও কি বসা হবে?
সে যে অচিন গাছতলা দু’টাকার বাদাম
উত্তাপ ছড়ানো রিকশার বেঞ্চ
নিভু নিভু আলোয় কোনো চাইনিজে।
আবারও কি দেখা হবে?
সে যে গেলে আসছি বলে
মেঘের দিনে এক চিলতে রোদের খোঁজে,
পেয়েছ কি সে রাঙা গোধূলি বিকেল,
সে জোছনার আলিঙ্গনে বৃষ্টিস্নাত রাত,
পেলে জানিও ফুল পাখির হলুদ সন্ধ্যায়
রাত বিরাতের খুব তৃষ্ণায়
ঘুম কাতুরে দুচোখ বেয়ে হঠাৎ কান্নায়।
পেলে জানিও নবান্নের উৎসবে ফসলি ঘ্রাণে
বাগান বিলাস আর রঙ্গনের সাজে,
যদি ফেরে সেই সব দিনগুলি আবার!