সোনার মানুষ ।। আলমগীর সরকার লিটন

মোমের আলোয় খুঁজিলে
সোনার মানুষ চক চক করে না
বিবেকের চোখে দেখিলে
সোনার মানুষ মরীচিকা ধরে না
মন আনন্দে সোনার মানুষ
চক চক করে- চক চক করে।

ভবের দর্শণ না ভাঙ্গিলে দর্পন
সোনার মানুষ কথা কয়
মন আনন্দে জোছনা বয়
দুঃখ বেদনা অমলিন হয়
দেহের বাগিচায়
সোনার মানুষ গন্ধ ছড়ায়-

সন্দেহের মনে কি আর
সোনার মানুষ চক চক করে?
বিবি শিখার অনলে জ্বলে পুড়ে
হতে হয় তামা, খুঁজি ফিরি না হই সোনা
শুধু শুধু দৃশ্য সরল আঁধার গায়ে
সোনার মানুষ কাদে।
৫/৭/২১