ডাক দিয়েছো তুমি স্বাধীনতার একটি আঙুল তুলে;
তোমার কণ্ঠের প্রতিধ্বনিতে
জেগে উঠলো হাজার জনতা সকল ভেদাভেদ ভুলে।
ডাক দিয়েছো তুমি স্বাধীনতার একটি আওয়াজ তুলে;
বৃদ্ধ মায়ের শয্যা রেখে, যুদ্ধে গেলাম সকল দুঃখ ভুলে।
ডাক দিয়েছো তুমি স্বাধীনতার একটি পতাকা তুলে;
যুদ্ধে যাচ্ছি মাগো তোমার
খোকন, বিষাদ শোক ভুলে।
ডাক দিয়েছো তুমি স্বাধীনতার একটি ভাষণ দিয়ে;
যুদ্ধে যাওয়া সাহসী সৈন্য,
ঝাপিয়ে পড়লো তোমার পথ চেয়ে।
ডাক দিয়েছো তুমি স্বাধীনতার একটি স্বপ্নের বীজ বুণে ;
বিজয়ের সুর বাজতে থাকে সাত কোটি বাঙালির হৃদয় প্রাণে।
ডাক দিয়েছো তুমি স্বাধীনতার একটি অমর কবিতাখানি দিয়ে;
‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’।