৭ই মার্চের ভাষণ যেদিন
ছড়িয়ে পড়ল আকাশ থেকে বাতাস
কানে কানে কানাকানি
ভেসে এল স্বাধীনতার আভাস।
জয় জয় ধ্বনি মুখরিত উদ্যান
মুজিবের কন্ঠে ভেসে এল স্বাধীনতার গান
“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”।
বাজল সে ধ্বনি গগনে গগনে
ছড়াল বাতাসে জনতার মিছিলে
জয় বাংলা বাংলার জয় কলরোলে।
এমন গান শোনালে তুমি
শোনালে এমন কবিতা
জাগিল প্রাণ
কৃষক, যুবা শ্রমজীবী বুদ্ধিজীবী
ছুটিল ছাত্র জনতা।
উঠিল তরঙ্গ সমুদ্র উপচিয়া
রেসকোর্স ময়দান থেকে
জনতার মঞ্চ ছাপিয়া।
মুখরিত বার্তা স্বাধীনতার বার্তা
বাংলার মাঠ ঘাট প্রান্তর ব্যাপিয়া।
তুমি বাংলার পলি মৃত্তিকার উর্বর সন্তান
তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
“রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেবো”
কবি দিলেন ডাক
পরাধীন জাতির হৃদয়বীণায় বাজল সেদিন
স্বাধীন সুরের শাঁখ।
যুগ যুগান্তের বঞ্চনার যত অভিশাপ
বুকের তাজা রক্ত ঢেলে
ধুয়েমুছে করল নয় মাসে সাফ।
লাখো তরুণ তাজা প্রাণ
মাতৃভূমির তরে দিলো বিসর্জন।
সম্ভ্রম দিলো, বীরাঙ্গনার উপাধি পেল
কত শত সতী বোনের জীবন।
তবু ওরা হার মানেনি
করল শেষে শত্রু মুক্ত দেশ
বিশ্বসভায় আসন পেল
পেলাম মোরা স্বাধীন বাংলাদেশ।