তোমাকে যখন আমার খুব দেখতে ইচ্ছে করে –
আমি দু’চোখ বন্ধ করে গভীরভাবে
তাকিয়ে থাকি তোমার দিকে।
অলিয়ার রহমান
নিম্নচাপ।। অলিয়ার রহমান
সকাল থেকে ঝরছে বারি অনিমেষ
চায়ের কাপে সকালটাতো কাটলো বেশ।
বৃষ্টি মেখে কেমন যেনো ঝাপসা কাঁচ
হঠাৎ আমার বুকের মাঝে নীলচে আঁচ।
জানলা খুলে উদাস মনে তাকিয়ে রই
আঁধার দিনে মানুষগুলো যাচ্ছে কই?
মনটা ওড়ে মেঘের সাথে অচিনপুর
সুখের বাড়ি আমার থেকে অনেক দূর।
ব্যালকনিতে ভিজছে টবের করমচা
হাতের মাঝেই ঠাণ্ডা হলো গরম চা৷
অলস দুপুর হারিয়ে গেলো সন্ধ্যাতেই
চোখের কোণে অশ্রু-মনের মন্দাতেই।
মাতাল হাওয়ায় সাগরজুড়ে নিম্নচাপ
তাই কি আজি আমার এতো মন খারাপ?
অন্ধকার যাত্রা।। অলিয়ার রহমান
চলতে শেখার পর থেকে মানুষ
অবিরাম ছুটে চলেছে আগামীর পিছে পিছে
দুরন্ত কৈশোর একটু একটু করে হারিয়ে গেছে
মোটা-মোটা বইয়ের কালো অক্ষরের
নীচে চাপা পড়ে।
একটা লাল ঝুটি কাকাতুয়ার ডিম থেকে
কীভাবে তার অবুঝ ছানাটি পৃথিবীর রূপ দেখে
সে ইতিহাস জানার আগেই যৌবন এসে
উঁকি দিয়ে যায় কৈশোরের শেষ প্রান্তের শরীর জুড়ে।
তারপর কতো হাসি, কতো কান্না, কতো প্রেম
কতো বিরহ, কতো মান-অভিমানের পালা বদল।
একটি মায়াবী মুখের জন্য জীবন উৎসর্গ
করে দিব বলে-যৌবনের দীপ্ত আলোয়
উজ্জ্বল করে দেয় মুখর গোধূলি বেলা।
খোঁপার ফুল, সোনার কাঁকন, শেষের কবিতা
অথবা বিস্তীর্ণ সমুদ্র সৈকত নেশায় আচ্ছন্ন
করে রাখে মানুষের সমস্ত দেহমন।
তারপর একদিন জানা যায়-এইসব শোভাযাত্রা
মরীচিকার মতো মানুষকে ভালোবেসে গেছে
একবিন্দু শিশিরের আয়ু নিয়ে।
বস্তুত, আলোর সন্ধানে ছুটে চলা এক-একটা
মানুষের জীবন, পরিশ্রান্ত দেহে ডুবন্ত সূর্যের
সামনে এসে নির্বাক দাঁড়িয়ে থাকে
অনন্ত অন্ধকার যাত্রার জন্য।
মানুষের মন।।অলিয়ার রহমান
এই দিন এই ক্ষণ
এই নিশি এই মন
কভু তুমি ফিরে পাবে আর?
এই শীত এই ভোর
চিরচেনা ঘরদোর
কবে যেনো হয়ে গেছে পর!
তুমি একা আমি একা
তবু শুধু বেঁচে থাকা
নতুনের মায়াডোরে বাঁধা,
তারপর একদিন
কেউ হবে সাথী হীন
বাকিদের চোখজুড়ে কাঁদা।
যতটুকু কাছে পাও
ভেদাভেদ ভুলে যাও
মনে করো অতীতের কথা,
হয়তোবা এই ভাবে
আর নাহি কাছে পাবে
সেইদিন শুধু শোক গাঁথা।
আজ এই দিনটাকে
জীবনের বাঁকে বাঁকে
বেঁধে রেখো বাকীটা জীবন,
ভুলে গেলে যাও তবে
কেউ আর এই ভবে-
খুঁজে ফেরে মানুষের মন?