মনের বসতবাড়ি।। অলিয়ার রহমান

সাদা মেঘের মত দ্রুতলয়ে উড়ে যায় মন
ফাগুনের দখিনা বাতাসে
উড়ে যায় তোমার বসতবাড়ির খোলা আঙিনায় –
যেখানে প্রতিদিন মন খারাপ করে ফুটে থাকে
বেলী আর ব্যথিত রক্তজবার দল।
কখনো সে তোমার খোঁপায় মুখ লুকিয়ে বসে থাকে
দুর্লভ কস্তূরীর ব্যকুল ঘ্রাণ পাবে বলে।
কল্পনার স্বপ্ন দ্বীপে তোমার প্রাণপ্রিয় সখা হবে বলে
চোখের মণিকোঠায় বাসা বেঁধে থাকে
তোমার প্রতিটা অবসরে।
তোমার চলার পথে নীল রঙের ঘাসফুল হয়ে ফুটে থাকে
স্নিগ্ধ ভোরের রূপালী শিশির গায়ে মেখে।
তোমার মঙ্গল কামনায় মহাশক্তির কাছে প্রার্থনায়
নত করে রাখে তার আপাদমস্তক।
মন উড়ে যায় তোমার চোখের কাজলে
তোমার ব্যকুল হাসিতে,
তোমার কান্নায়।
এই মন নিয়ে আমি কী করি বলো–
কীভাবে বেঁধে রাখি তারে?

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়