স্বাধীনতা

স্বাধীনতা ও প্রাপ্তি।। আইভি সাহা

স্বাধীনতা তুমি জীবনের জয় গান!
কৃষাণ বধুর মুখের অবাক করা হাসি,
রিক্ত চাষির মাথার ঘাম পায়ে ফেলে
স্বপ্নের গোলা ভরা ধান!
স্বাধীনতা তুমি মায়ের মুখের ঘুম পরানি গান!

শোষিতের তামাশাময় জীবন।। সাবেকুন নাহার মুক্তি

আমি ভালো নেই , কথাগুলো বলতেও আজ দ্বিধা হয়
অথবা আমি খুব ভালো আছি , কথাগুলো বলতেও বড় ভয় হয়
আমি ভালো নেই বললেই – উৎসুক জনতার চোখগুলো নিদ্রাহীন হয়ে পরে
অথবা আমি ভালো আছি বললেই – মানবের মাথার খুলির ভিতরে কি যেন কিলবিল করে