শোষিতের তামাশাময় জীবন।। সাবেকুন নাহার মুক্তি

আমি ভালো নেই , কথাগুলো বলতেও আজ দ্বিধা হয়
অথবা আমি খুব ভালো আছি , কথাগুলো বলতেও বড় ভয় হয়
আমি ভালো নেই বললেই – উৎসুক জনতার চোখগুলো নিদ্রাহীন হয়ে পরে
অথবা আমি ভালো আছি বললেই – মানবের মাথার খুলির ভিতরে কি যেন কিলবিল করে
কোথা থেকে কি ভাবে আমাকে ক্ষত বিক্ষত করা যায়; বিশ্বের গোপন বৈঠকে নতুন নতুন উদ্ভাবনের হিড়িক পরে
আমি ভালো নেই বললেই – একদল বসে যায় গোল টেবিলে ; আলোচনা সমালোচনার বিশাল ঝড় তুলে ;
বৈঠকের পর বৈঠকে নীতিবাক্য গুলো কলকলিয়ে বেড়ে উঠে
আমি ভালো নেই অথবা আমি ভালো আছি কথাটার মানে খুঁজতে যেয়ে আমি আরো নিজেকে ব্যথাতুর করে ফেলি অথবা বোধহীন সুখনিদ্রায় ডুবি
আমার নিঃশ্বাসে তামাটে পোড়া গন্ধ যেন ক্রমাগত বাড়তেই থাকে
কোথাও বলবার জায়গা নেই যেন- আমি ভালো আছি অথবা আমি ভালো নেই
এই পৃথিবীর একদল আছে কেউ যেন ভালো না থাকে সেটি দেখভাল করার দায়িত্বে
আরেকদল ভালো রাখবার চেষ্টায় শুধু ভনিতা করে- মানবতা মানবতা স্লোগানে ব্যস্তময় সময়ের অনন্তকালে গা ভাসিয়ে দিনযাপনে
আমার নির্মম ভালো না থাকা আর বোধহীন ভালো থাকার ভাষাগুলো বলবার আগেই কে যেন ছিনিয়ে নেয়
নগ্ন শোষণ আর মানবতাহীন মানব বাদীদের যাঁতাকলে নিষ্পেষিত
শোষিতের নির্বাক জীবনের ভালো থাকা আর না থাকার মূল্যহীন প্রেক্ষাপট ;
শুধু তামাশাই বটে!

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়