বীর বাঙালি।। চন্দ্র শেখর বিশ্বাস

আমি দামাল ছেলে
এক আঙুলের হেলনে করেছি বিশ্ব শাসন
সমগ্র বিশ্ব শুনেছে আমার বজ্রকণ্ঠ ভাষণ
অবহেলে নিঃশেষ করেছি যত নিপীড়ন আর শোষণ ৷

আমি অকুতোভয়
ভালবেসে করেছি সবার দুঃখ জয়
মিছিলে মিছিলে করেছি সবার সাহস সঞ্চয়
বাঙালীর বাস যোগ্য করে বাংলাকে করেছি দুর্জয় ৷

আমি অজেয় সেনানি
শত অত্যাচার আর নিপীড়নে কখনো হার মানিনি
জেল খেটে বার বার , ঘুরে দাঁড়িয়েছি সহস্র বার
সবাইকে দানিয়াছি অভয় বিলিয়েছি শক্তি জয় করিবার৷

আমি বাঙালি বীর
অভেদ্য আমার নিশানা , লক্ষ আমার স্থির
আমি সূর্যসেন , প্রীতিলতা আমি , আমি মওলানা ভাসানী
নব জাগরণের অগ্রদুত আমি , আমি নতুনের সেনানী ৷

আমি রবীন্দ্রনাথ , আমি নজরুল
স্বাধীনতার অমর কবিতা আমি , আমি একুশের বুলবুল
আমি জসিম উদ্দিন , আমি জীবনানন্দ আমি মধুসুদন
বাটে মাঠে ঘাটে শুনিয়েছি আমি জীবনের জয়গান ৷

আমি বেগম রোকেয়া , আমি সুফিয়া কামাল
নই অবরোধবাসিনী আমি ধরেছি দেশের হাল
এ কে ফজলুল হক আমি , আমি বাংলার বাঘ
দুশমন যত পালিয়েছে ভয়ে শুনে আমার হাক ৷

আমি বাঙালি , বাংলা আমার প্রাণ
পদ্মা মেঘনা যমুনাকে ঘিরে সদা আমি বহমান ৷
গড়েছি পদ্মাসেতু , বিশ্বকে জানাতে মোদের অবস্থান
দাবায়ে রাখতে পারবে না মোদের , বাঙালি আমার নাম৷

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়