তোমাকে হারাবার ভয় এতো বেশি বলে-
সবটুকু পাওয়াতেও দারুণ এক অস্থিরতা
বাসা বেঁধে থাকে হৃদয়ের গভীরে।
চাঁদের রূপ-লাবণ্য তুচ্ছ করে দিয়ে তোমার রূপের জ্যোতি
স্বর্গীয় সৌন্দর্যের সাজে সাজাতে চেয়েছি বলে
নিদ্রাহীন হয়ে গেছে আমার ঘুমের পৃথিবী।
মাধবীলতার বনে বনে মৌমাছিদের গুঞ্জন থেমে গেলে
তোমার চুলের ঘ্রাণ আমি ছড়িয়ে দিয়ে আসি
হাসনাহেনার দিগন্ত রেখায়।
মেঘলা আকাশ থেকে সবটুকু কালো মেঘ সরিয়ে
তোমার মনের জানালায় সাজিয়ে রাখি
অন্তহীন নীলের ব্যাকুল ক্যানভাস।
কখনো বেলী, কখনো বকুলের মালা স্নিগ্ধ হাসি ঝরায়
তোমার তৃষ্ণার্ত খোঁপার বৃত্তাকার দেয়াল জুড়ে।
স্বপনে, জাগরণে তোমাকে সাজাতে সাজাতে
হঠাৎ কেন জানি হাহাকার করে ওঠে বুক!
যদি শেষ হয়ে যায় সবটুকু মোহনীয় রঙ—
তবে কি আর আকঁবো না কভু
চোখে জল আনা এই জীবনের পথ!
হায়রে জীবন—
তোমাকে এতোটা কাছে পেয়েও
ব্যাকুলতা আর কাটলো না কোনোদিন।