তোমার আকাশে শত নক্ষত্রের কানাকানি-
সৌন্দর্যের কি নির্মোহ বিচ্ছুরণ তাদের !
বিস্ময়কর আলোর ঝলকানি !
আমি গভীর রাতের এক আনাড়ি পথযাত্রী-
তবু তোমার নেশায় বিরামহীন আমার পথ চলা..
যদি ছুঁইয়ে দিতে পারি একবার তোমার গতর।
উজাড় করে দিও-
তোমার বক্ষের যক্ষের ধন !
না হয় আমি কেবল একটু ঘ্রাণ নেবো।