ভেজা জানালার ওপারে
কুয়াশায় ভেজা রাজপথ
মৃত শহরটা ঘুমিয়ে আছে
নিশ্চুপ সবই চুপচাপ
আঙুলের তুলিতে এঁকে যাই
জানালার কাচের শরীরে
ঘুম ঘুম চোখে মায়া আদরে
আমায় কি গো জড়ালে!
ভেজা চুল গলায় মাফলার
চোখে সানগ্লাস পথ হাঁটছি
দুহাত বাড়িয়ে সুবাস তোমার
হাতে গায়ে মুখে মাখছি ।
কত পথ একা হেঁটে যাই
কালো পিচ ঢালা ওই রাস্তায়
চায়ের কাপের ধোঁয়া শুঁকি
ফুটপাত হোটেলে সস্তায় ।
মন শুনশান চাপা নিঃশ্বাস
নিকোটিন হয়ে উড়ছে
শূন্যতায় আজ তুমি আমি
হৃদয় দুজনার পুড়ছে।