জীবন যদি আগের মতো কাব্য হতো
হৃদয় নদী আগের মতো নাব্য হতো
হঠাৎ বৃষ্টি ভিজিয়ে দিতো শুকনো বাতাস
বজ্রপাতে ঝলসে যেতো মনের আকাশ
জীবন যদি আগের মতো ডেকে নিতো
শেষ বিকেলে হেঁটে যেতাম নদীর ধারে
ছুৃঁয়ে দিতাম জোছনা রাত আলতো করে
শ্রাবণ এসে প্লাবন দিতো বারেবারে।
পাহাড় চূঁড়ায় পাখি হতাম তোমায় নিয়ে
তুমি আমার কান্না হতে সব ছাপিয়ে!
অনেক বেশি কান্না পেতো আগের মতো
কান্না শেষে আকাশ এসে ঘুম পাড়াতো!
জীবন যদি আগের মতো ঐ কাব্য হতো
হৃদয় নদী নতুন করে যে নাব্য হতো
কৃষ্ণচূড়ার লালে মন রাঙ্গিয়ে নিতাম
বৃষ্টি জলে নৌকো গড়ে ভাসিয়ে দিতাম
আগের মতো, সবকিছু ঐ আগের মতো!