যে বিহঙ্গ বসেছিল সজনের ডালে
তার সাথে বাঁধতে পারিনি সখা,
হয়তো আবার হবে দেখা।
কিন্ত ঘুঙ্ঘুরের জলে নেয়ে
শিক্ষকের বেত খেয়ে
আমার স্বপ্নগুলো পার হলো বিষুব রেখা।
জলের জোয়ারে ভাসে
গান গায় পাঁতিহাসে,
হয়তো কোনো কিশোরীকে পেয়ে গেছে সর্বনাশে।
আশেপাশে দূর্বাঘাসে শিশিরের জলকণা
করে ঝকঝক,
প্রভাষক হতে গিয়ে জুটেনি কপালে হওয়া
বাংলার শাসক।
পড়ন্ত বিকালে সজনের ডালে বসে
তাই বলে সাদা বক।