অলোক আচার্য –যদি জানতে চাওয়া হয় পৃথিবীর সবচেয়ে বুড়ো প্রাণী কে? তাহলে উত্তর আসবে, জোনাথন। জোনাথন আদতে একটি কচ্ছপ। এবছর জোনাথন ১৯১ বছরে পা দিলো। জোনাথন হলো গ্যালাপাগাস জায়ান্ট টরটয়েজ প্রজাতির একটি কচ্ছপ। পৃথিবীর বুড়ো এই প্রাণিটিকে সবাই ভালাবাসে। জোনাথনের জন্ম ১৮৩২ সালের ২০ এপ্রিল। ১৮৮২ সাল নাগাদ তাকে সিসিলিস থেকে আনা হয়। তারপর থেকে তিনি গভর্ণরের বাসভবনেই রয়েছেন। এই বয়স্ক প্রাণীটি দুই শতাব্দী দেখে ফেলেছে। কচ্ছপরা কেন এতদিন বাঁচে তা নিয়ে রহস্য আছে। তবে অনেক বিজ্ঞানী মনে করেন, কচ্ছপের ধীরগতি এর একটি কারণ। কারণ এর ফলে প্রাণীটির বিপাক ক্রিয়া হয় ধীর গতিত। তা যে কারণেই হোক বেঁচে আছে এটাই তো বড় সত্য! জোনাথনের আগে প্রাচীন চলনিয়ানও ১৮৮ বছর বেঁচে ছিল বলে জানা গেছে। কচ্ছপ এক ধরনের উভচরী প্রাণী। জোনাথনই এখন চাক্ষুস বয়স্ক প্রাণী। লোকজন জোনাথনকে দেখতে আসে। ইতিহাসের স্বাক্ষী এই প্রাণীটির প্রতি সবার অন্যরকম মমতা রয়েছে। প্রাচীন চীন কচ্ছপের খোলস ভবিষ্যদ্বাণী করতে ব্যবহার করা হতো। যাই হাক এই বুড়া প্রাণীটিই এই গ্রহর সবচয় বয়স্ক! ইতিমধ্যই বয়সের ভার জোনাথন তার দৃষ্টি ও ঘ্রাণ শক্তি হারিয়েছেন। সেই গভর্ণরের বাড়িতে তার সাথে শতবর্ষের আরও দুটি কচ্ছপ রয়েছে।
অ.আ ১১পিএম মঙ্গলবার