বাংলার আগে বঙ্গবন্ধু/মনোয়ারা বেগম

বঙ্গবন্ধু শেখ মুজিবকে চিনেছিলাম আগে,
তারপর বাংলাদেশ।
মহান এই নেতার নেতৃত্বে জেগে উঠেছিল জনতা, শিখেছিল প্রতিবাদ।
নয় মাস যুদ্ধের ইতিহাস যুগে যুগে রয়ে যাবে গল্পের পাতায়।
মুজিবের দেশপ্রেমের ইতিহাস,
কী করে লিখব আমার ছোট্ট এই কবিতায়?

স্বাধীনচেতা মানুষ ছিলেন তিনি,
বন্দীদশায় থেকে কত কষ্টে ছিনিয়ে এনেছিলেন পৃথিবীর বুকে
এক টুকরো মানচিত্র!
বাংলাদেশ, লাল সবুজের পতাকা বলয়ে এঁকেছিলেন মুক্তির রুপরেখা।
তারপর তোমাদের নিয়ে সমস্বরে
যদি শোনা যেত “আমার সোনার বাংলা “,,
সেদিনের সেই হায়েনারা
তোরা কত অদ্ভুত আর বিচিত্র!

বঙ্গবন্ধু বাঙ্গালির আদর্শ
চির প্রজ্জলিত, তুমি পাঞ্জেরী
তোমার আলোর রেশ ধরে
বারবার জন্ম নিবে ঘরে ঘরে দেশপ্রেমিক।
নিপাত যাক ঐসব বর্ণচোরার দল, নির্ভেজাল তথাকথিত।
তোমার ত্যাগে আমি গর্বিত
তোমাকে ভালোবাসাতে না পারলে আমার লজ্জা,
আমি আজীবন ব্যথিত।