ওরা চেয়েছিল তোমার অস্তিত্বকে বিলীন করে-
স্বাধীন সার্বভৌম বাংলাদেশের
নেতৃত্বকে শূন্য করতে।
আবার ওরা চেয়েছিল তোমার নেতৃত্বকে
হত্যা করে বিশ্বের নিকট
ইতিহাসকে মুছে ফেলতে-
কিন্তু ওরা বুঝতেই পারেনি-
তোমার কন্ঠস্বর রয়ে যাবে
বাংলার আকাশে বাতাসে।
তারা হয়ত এটিও ভাবতে পারেনি –
একটি প্রদীপ শিখা থেকে হাজারও বাতি প্রজ্জ্বলিত
হতে পারে স্বাধীন সার্বভৌম বাংলার মাটিতে।
জনক তুমি আজ নেই আমাদের মাঝে-
তোমার শূন্যতায় পুরো জাতি হাহাকারে ;
বৃক্ষের প্রতিটি পাতা নড়বড়ে –
তোমার অভাব এখনো অপূরণীয়!
প্রতিদিনের মত আজকের দিনটাও –
সূর্যের আলোয় প্তমান গোটা জাতি ;
কিন্তু কোথাও যে তোমার –
কন্ঠস্বরটা খুঁজে পাওয়া যায় না!
যে কন্ঠস্বর দিয়ে আমাদের এনে দিয়েছ-
স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পতাকা;
বাংলার প্রতিটি উন্নয়ন অগ্রযাত্রার পিছনে –
তোমার কন্ঠস্বরের প্রতিধ্বনি থাকবে চির অম্লান।
.