বৃক্ষজীবন ।। অলোক আচার্য

তোমরা যখন সবাই আকাশ ছুঁতে চাও
আকাশের গায়ে লেগে থাকা নক্ষত্র দেখে
পাড়ি দিতে চাও মহাশূণ্যে
আমি তখন মাটি ছুঁয়ে দেখতে চাই।
শরীরজুড়ে মাটির রস টেনে
আমি বৃক্ষ হই।
বর্ষা দিনে দাড়িয়ে থাকি একা
সবাই যখন দুপুরজুড়ে ঘুমিয়ে থাকে।
মাটির রস টেনে
বৃক্ষের মতো শাখা-প্রশাখা ছাড়িয়ে যাক
তোমার প্রেমহীন ফুসফুসে
আমি বৃক্ষ হয়ে অক্সিজেন দিয়ে যাই।