সাদা কাক ।। মেহেদী হাসান

একটা মানুষ ভীষণ রকম তোমার ছিল

আকাশটাকে পুঁজি করে— তোমার কাছে
রোজ পাঠাই বিষণ্ণতার নীল প্রজাপতি,
তুমি দ্যাখো নীল মেঘ— কখনোবা দ্যাখো না
নীল খামে বিষণ্ণতা লিখে পাঠাতে চাই,
অথচ আমার আধুনিক শহরে কোন ডাকবাক্স নাই।
প্রয়োজনতমা, আমার একলা থাকার দিন;
আমার ম্লান দিনের ঋণ দিলাম তোমাকেই।
তোমার কাছে চিঠি পাঠাবার থাকত যদি কবুতর!
আমার থাকত যদি প্রাচীন সময়, প্রাচীন শূন্যতা।
সব কিছু বদলে গ্যাছে নতুন আলোর আভাতে,
আমার নীল পৃথিবীতে নীল বর্ণ সবই— দেখে যেও
সেই হারানো দিনগুলো আমাদের,
রূপকথার মতো আমার ভালোবাসার দিনগুলো
স্মৃতিকবিতার সেইসব গল্পের ডানায়
নীল রঙা দিন আজও অমলিন স্মৃতির পাতায়।
তুমি সময়ের ঘুর্ণিপাকে সব মুছে ফেলবে জানি,
আমার উৎসর্গকৃত আত্মা শুধু মনে রেখো—
বুকের ভেতর অনেক কথার পাহাড় ছিলো,
তোমার সাথে অনেক কথা বলার ছিলো,
এই জীবনে অনেকটা পথ হাঁটার ছিলো,
মেঘের নীলে অনেক আকাশ আমার ছিলো,
একটা মানুষ ভীষণ রকম তোমার ছিলো।