বৃষ্টির মেঠোপথ/হুমায়ুন কবীর

ঝরঝর বৃষ্টিতে আটকে গেছি এই মেঠো পথে,
না, এমন আটকে যাওয়া মন্দ না
মন আমার সঙ্গী হলো ঐ দূর মেঘেদের সাথে।

বৃষ্টি-বন্দি আমার এখন একলা সময় কাটে।
না, এমন একলা সময় মন্দ না
মন আমার মগ্ন হলো ঝরঝর বৃষ্টি -কাব্য পাঠে।

বাদলের ধারা টুপ টাপ ঝরে পাতায় পাতায়
এমন বৃষ্টি- বাদ্য মন্দ না
জলের ঝাপটায় দোল খেয়ে চলি দূর নীলিমায়।

গুমোট আকাশ, স্তব্ধ বাতাস- আঁধার হয়ে আসে।
এমন বৃষ্টি-আঁধার মন্দ না
ভেজা সন্ধ্যার এক অপরূপ রূপ এই মেঠোপথে।

মনটা আমার দূর আকাশে মেঘের দেশে ঘুরে
এমন মেঘ- ভ্রমণ মন্দ না
গুমোট মেঘে মন যেতে চায় মেঘ –সাঁতারে।