কী ভয়ঙ্কর আওয়াজ
শুনছি আমি কালকের শব্দ
তুমি শুনতে পাওনি?
তোমার শ্রবণশক্তি এতটা দুর্বল!
খুব আতঙ্কে আছি আমি
আমার ক্ষুদ্র এ পরিসর
আমি এমনে আসিনি বলে
আমার আতঙ্কের এটাই কারণ।
কী ফল? চিন্তা করছি কি?
আমার এ উচ্চবাচ্য কথাবার্তা
কোথায় গিয়ে জমা হচ্ছে
বোকা! বেহদ্দ বোকা আমি।
বলতে দ্বিধা করছি নে—
তুমি নেই! আমি আছি বলে
কতক্ষণ এ আর হাঁটাচলা
বুঝে কী লাভ—ঝোঁকার ক্ষমতা হারালে!