কিছু ভালোবাসার জন্যে
আকাশের সুনীলে মিশে যেতে ইচ্ছে করে।
কিছু ভালোবাসার জন্যে
পাখির ডানায় ভর দিয়ে উড়াল দিতে ইচ্ছে করে।
ইচ্ছে করে গভীর অরণ্যে চঞ্চল বয়ে চলা
ঝরনার পায়ে নিজেকে সঁপে দিতে।
ইচ্ছে করে পাহাড়ের গুহায় আত্মগোপন করতে।
ইচ্ছে করে শরতের মেঘের ভাঁজে ভাঁজে ভেসে বেড়াতে।
ইচ্ছে করে হেমন্তের নরম রোদে লুটোপুটি খেতে।
ইচ্ছে করে সমুদ্রের বুকে বিলীন হতে।
ইচ্ছে করে সংসারের মায়াবী কপাট ভেঙে দূর অজানার পথে একটানা একাকী হেঁটে যেতে।
ইচ্ছে করে অনন্ত যৌবনা প্রবাহিনীর জোয়ারে মিলিয়ে যেতে।
ইচ্ছে করে ঘুটঘুটে আঁধারের গায়ে জোছনা হয়ে ঢলে পড়তে।
ইচ্ছে করে প্রকৃতি থেকে সবুজ কুড়িয়ে এনে
মনের উঠান রাঙাতে
আকাশ থেকে নীল চুরি করে কন্ঠের হার বানাতে।
ইচ্ছে করে সাগর বক্ষে
উত্তাল ঝঞ্ঝাবিক্ষুব্ধ স্রোতের মতো গতিশীল হতে,
ইচ্ছে করে কোনো একদিন পৃথিবীর দিকভুলে অসীম চক্রবালে হারিয়ে যেতে।
ইচ্ছে করে সংসারের মায়াবী কপাট ভেঙে আকাশের নীলে মিশে যেতে।
ইচ্ছে করে পৃথিবীর তপ্ত শরীরে বৃষ্টি হয়ে ঝরতে,
ইচ্ছে করে অস্তাচলের সূর্যটাকে হাতের মুঠোয় ধরতে
ইচ্ছে করে সোনালী সকাল তুলে এনে
চোখের তারায় আঁকতে।
ইচ্ছে করে এক ঝটকায় পৃথিবীর সব নগ্নতাকে
শিকড়সমেত উপড়ে ফেলি
নূতন করে সভ্যতার আবাস গড়ি।র চাকরি ও প্রাইভেট প্রাকটিস