মাতৃবন্দনা।।জয় মজুমদার

বছর ঘুরে আসলো আবার, মন আনন্দে আকাশচারী ;
অশুভ শক্তির বিনাশে, দু’হাত তুলে প্রার্থনা করি।

বছর বছর আসে পূজো, সকাল হলেই হুইহুল্লোড়ে আকাশচারী;
নতুন জামা নতুন জুতো, আলোর সাজে সমাজ গড়ি।

অতীমারীর আগ্রাসনে, মনের মধ্যে বিষাদ শোক –
মায়ের নিকট প্রার্থনা আজ সব অশুভশক্তির বিনাশ হউক।

বছর ঘুরে আসলো আবার, মা এসেছে নতুন সাজে-
পুজোর সুরে তাল মিলিয়ে, মন্ডপে মন্ডপে ডাক ঢোল ঘন্টা বাজে।

কাশফুলের শুভ্র বরণে, আসো মাগো সন্তানের মাঝে-
সকলে তব বন্দনায় মজে,আজ এই শারদ প্রাতে।

দশমী শেষে তোমার বিদায়, বিরহ সুরে মনকে কাঁদায় –
মা আমার আসবে আবার বছর ঘুরে,
সেই আশায় বছর অপেক্ষায়।

দয়া করো মাগো দাসরে আজি,তব করুণার সংজ্ঞা কী হয়?
বলো দূর্গা মাঈকী
জয়…!

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়