মেঘলিপি/নুরুন্নাহার শিরীন

যখন বৃষ্টি হওয়ার কথা…

তখন শুকনো মাটি শুকনো বৃক্ষলতা।

পোড়ামন বৃষ্টি চেয়েই কত যে কাঁদলো…

তুলোমেঘ নির্বিকার চিত্তে কেবল হাসলো

তখনই কাঁদিয়ে আকাশডাঙা জলে-

আদিগন্ত কাঁদিয়ে মেঘ নামে করতলে।

চোখের অধিক জলে কাঁপন জাগালো

হৃৎজমাট জোছনালিপি যেন আলো।