বর্ষার বেনো জলে ।। সুদীপ দাস

ঠিক যেন চোরাবালি
আমি ডুবে যেতে থাকি
ডুবে যাই,
ডুবে যাই
গভীর থেকে গভীরে
যখন এই দু’নয়ন আটকে যায় তোমার দুই নয়নে।

আমি কখনও স্বর্গে যাইনি। তাই জানা হয়নি
অমৃতের স্বাদ।অবশ্য এখনও জীবিত আছি,তাই
স্বর্গ কিম্বা নরক দেখবার সুয়োগ হয়নি(?)
তবে অমৃতের স্বাদ বুঝি
নোনতা!তোমার অনিচ্ছুক ওষ্ঠের মতই।

এক ঝাঁক বলাকা হয়ে আমার সময় ভাসতে থাকে
তুমি পাশে থাকলে।গল্প করলে

এই যে তোমাতে বুঁদ হয়ে থাকা
এ একান্তই আমার।বর্ষার বেনো জলের ক্ষীপ্রতায় আমাকে ভাসিয়ে নেয়,
তোমার গভীর ভালোবাসা।


রুহীগাঁও
১৫/০৭/২০২১